ডেটা যেখানে মানুষের কাছাকাছি

সাড়ে তিন লাখ কোভিড-১৯ পজিটিভ : শীর্ষ ৫ দেশ বনাম বাংলাদেশ

শেয়ার করুন

বিশ্বে সাড়ে তিন লাখের বেশি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে এমন দেশের সংখ্যা ১৫। বাংলাদেশ তার একটি।

বাংলাদেশে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছোঁয় ২১ সেপ্টেম্বর। এটি ছিল বাংলাদেশে সংক্রমণের ১৯৮তম দিন।

কোভিড-১৯ শনাক্তে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সাড়ে তিন লাখ শনাক্তে পৌঁছাতে সময় লেগেছিল ৭৮ দিন। সাড়ে তিন লাখ শনাক্ত হতে বাংলাদেশের চেয়ে ৫৯ দিন কম সময় লাগে প্রতিবেশি দেশ ভারতের (১৩৯ দিন)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ৮ই মার্চ। এপ্রিল মাস থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে পরীক্ষার সংখ্যা। সাথে বৃদ্ধি পায় শনাক্ত রোগী।

জুন মাসের শেষের দিকে দৈনিক পরীক্ষার সংখ্যা পৌঁছায় সর্বোচ্চ ১৮ হাজারে। তবে জুলাই থেকেই আবার কমতে শুরু করে পরীক্ষা। তার সাথে কমতে শুরু করে শনাক্ত রোগীর সংখ্যাও।

সেপ্টেম্বরে মাসে এ পর্যন্ত দৈনিক পরীক্ষা হয় গড়ে ১৩.৫ হাজার, বিপরীতে দৈনিক গড় শনাক্ত ছিল ১,৭৫০ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় এখনো সবচে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত প্রায় ৭০ লাখ মানুষ।

শনাক্তের সংখ্যা বিবেচনায়, শীর্ষ ৫ দেশের মধ্যে ৬০ লাখ শনাক্ত নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ভারত। ভারতের চেয়ে ১২ লাখ কম শনাক্ত নিয়ে তিন নম্বরে ব্রাজিল। প্রায় ৮ লাখ শনাক্ত নিয়ে এই প্রথম শীর্ষ পাঁচে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।