বাংলাদেশে যেসব দেশ থেকে রেমিট্যান্স আসে সেগুলোর শীর্ষ ১০টির ৯টি থেকে গেল অর্থবছরে (২০১৬-১৭) রেমিট্যান্সের পরিমাণ কমেছে।
২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে শীর্ষ ১০ রেমিট্যান্সের দেশের তালিকায় পরিবর্তন এসেছে একটি। ২০১৬-১৭তে শীর্ষ ১০ থেকে বাদ পড়েছে সিঙ্গাপুর। নতুন যুক্ত হয়েছে ইতালি।
বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্সের দেশের তালিকায় ১ ন্বরে থাকা সৌদি আরব থেকে গত অর্থবছরে রেমিট্যান্স আসে ২৯৫ দশমিক ৫৬ কোটি ডলার। এই অর্থ আগের অর্থবছরের চেয়ে ৬৯ কোটি ডলার কম।
দুই অর্থবছরে শীর্ষ ১০-এ থাকা ৯ দেশের মধ্যে শুধু কাতার থেকে ২০১৬-১৭ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। দেশটি ২০১৫-১৬তে শীর্ষ তালিকার ৯ নম্বরে থাকলেও গত অর্থবছরে এক ধাপ এগিয়েছে।