ডাক বিভাগের মাধ্যমে মানুষের টাকা পাঠানোর সংখ্যা ২০০৪ সালে কিছুটা বেড়েছিল।
তারপর থেকে ক্রমশ কমেই আসছিল। ২০০০-০১ অর্থবছরে মানি অর্ডার হয়েছি ল৩২ লাখের বেশি। ২০০১৫-১৬ অর্থবছরে সেই সংখ্যা এসে দাঁড়ায় চার লাখে।
মানি অর্ডারের সংখ্যা কমার সাথেসাথে এর মাধ্যমে পাঠানো টাকার পরিমাণও কমতে থাকে।
কিন্তু ২০১৩ সালে হঠাৎ টাকার পরিমাণে বড় ধরনের উল্লম্ফন ঘটে। এই উল্লম্ফন অব্যাহত থাকে ২০১৫-১৬ অর্থবছরেও।