সাত বছরে বাংলাদেশে গার্মেন্ট কারখানার সংখ্যা কমে আবার বেড়েছে। কিন্তু কারখানায় শ্রমিকের সংখ্যা ছয় বছর ধরে এক জায়গায় থেমে হয়ে আছে!
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ-এর ডেটায় এ তথ্য জানা যাচ্ছে।
২০১০-এর জুলাই থেকে ২০১১-এর জুন পর্যন্ত দেশে গার্মেন্ট কারখানার সংখ্যা ছিল ৫,১৫০টি।

পরের দুবছরে তা বাড়লেও ২০১৩-১৪ অর্থবছরে গার্মেন্ট কারখানার সংখ্যা হাজার খানেক কমে যায়।
২০১৩ সালেই রানা প্লাজা ধসে ৫টি গার্মেন্ট কারখানার হাজারের বেশি শ্রমিক নিহত হন।
তবে ২০১৪-১৫ থেকে কারখানার সংখ্যা ধীরে আবার বাড়তে থাকে।

অবশ্য কারখানার সংখ্যা যেমনই বাড়ুক না কেন শ্রমিকের সংখ্যা দেখা যাচ্ছে স্থির হয়ে আছে।
২০১০-১১ অর্থবছরে যেখানে শ্রমিক ছিল ৩৬ লাখ পরবর্তী অর্থবছরে তা গিয়ে দাঁড়ায় ৪০ লাখে।
গার্মেন্ট শ্রমিকের সংখ্যা সেই ৪০ লাখ থেকে এদিক ওদিক হয়নি ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত!
