
বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া কর্মীদের মধ্যে ‘দক্ষ’ কর্মীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

গতবছর নানা দেশে কাজ করতে যাওয়া কর্মীদের ৪৩ শতাংশই ছিল ‘দক্ষ’।
ওই সময়ে বিদেশ যাওয়া কর্মীদের ৩৯ দশমিক ৮৪ শতাংশ ছিল ‘আংশিক দক্ষ’।
গত বছর প্রবাসে যাওয়া কর্মীদের ১৫ শতাংশ ছিল ‘অদক্ষ’।
এছাড়া প্রবাসী হওয়া কর্মীদের আরো দুটি শ্রেণিতে ভাগ করা হয়, পেশাদার ও অন্যান্য।
এই দুই শ্রেণির কর্মীর হার সচরাচর যথ্রকামে এক শতাংশ ও তিন শতাংশের নিচে হয়ে থাকে।