ডেটা যেখানে মানুষের কাছাকাছি

বিআরটিসির লোকসান কমেছে

শেয়ার করুন


১০ অর্থবছরের মধ্যে গত দুটিতে টানা লোকসান করেছে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহন সংস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

তবে গত অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় কমেছে।

২০১৫-১৬ অর্থবছরে সাত কোটি টাকার বেশি লাভ করা প্রতিষ্ঠানটি পরের অর্থবছরে লোকসান করে ৫ কোটি টাকা। গত অর্থবছরে তা কমে তিন কোটিতে নেমেছে।


২০১০-১১ অর্থবছর থেকে শুরু করে চার অর্থবছরে বিআরটিসির আয় ক্রমশ বেড়েছিল।

২০১৪-১৫তে বিআরটিসির আয় কমে আসে যা পরের বছর আবার বাড়লেও গত দুই অর্থবছর ধরে আবার নিম্নমুখি।

আয় বৃদ্ধির চার অর্থবছরে বিআরটিসির ব্যয়ও ছিল ঊর্ধ্বমুখি। পরের অর্থবছরগুলিতে আয়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যয়ে হ্রাস-বৃদ্ধি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *