সামরিক খাতে গত বছর বাংলাদেশের ব্যয় বৃদ্ধি নিয়ে বিদেশি একটি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হয়েছে। পাঠকের আগ্রহ বিবেচনায়, বাংলাদেশের অস্ত্র গোলাবারুদ ও আনুষঙ্গিক আমদানির অফিসিয়াল ডেটার ভিত্তিতে এই ডেটা প্রতিবেদনটি প্রকাশ হলো। এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডেটা ব্যবহার করা হয়েছে। উল্লেখিত আমদানি ব্যয় সামরিক খাতে কি না সে বিষয়ে বিবিএসের প্রতিবেদনে তথ্য নেই।
You may also like
দেশের ছয় মহানগরের পাঁচটিতই ২০১৮ সালে খুনের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। শুধু রাজশাহী মহানগরে আগের বছরের তুলনায় খুন বেড়েছে। খুলনা ও […]
মাদকবিরোধি ‘বন্দুকযুদ্ধে’ কোন্ বয়সীরা মারা পড়ছেন বেশি? সংবাদমাধ্যমে প্রকাশিত বয়সের ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নিহতদের গড় বয়স ৩৮ বছর। ১৯ থেকে ৩০ […]
১৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে অন্তত ১১৫ জন নিহত হয়েছেন। কোথায় […]
দেশের আট বিভাগে মার্চের তুলনায় এপ্রিলে ১৫টি বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মার্চের মতোই এপ্রিল মাসেও খুনের অপরাধ সবচেয়ে বেশি হয়েছে ঢাকা বিভাগে। […]