মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষ বাংলাদেশি- এমন একটি ‘খবর’ প্রকাশ হয়েছে কালের কণ্ঠ অনলাইনে। মাহাথিরের ধমনিতে বাংলাদেশির রক্ত! শিরোনামে ‘খবর’টি প্রকাশ হয় ১০ মে ১১টা ৫৫ মিনিটে। এটি ১৩ মে দুপুর পৌনে ১টা পর্যন্ত ফেইসবুকে শেয়ার হয়েছে ২৩ হাজার বার। এই ‘খবর’টি সঠিক কি না দেখে নিন। সূত্র: মালয়শিয়া গ্যাজেট, স্ট্রেইটসটাইমস