ঢাকার বাতাস সোমবারের মতো মঙ্গলবারও ‘খুব অস্বাস্থ্যকর’ই ছিল। অবনতি হয়েছে নারায়ণগঞ্জের বায়ুমানের। খুলনার বাতাসের মানও সোমবারের চেয়ে খারাপ হয়েছে মঙ্গলবার। তবে ওইদিন বায়ুমানের উন্নতি হয় চট্টগ্রামে। সোমবারের চেয়ে মঙ্গলবার ভাল ছিল সিলেটের বাতাসও। ২৭.২.১৮: বায়ুমানের আবার অবনতি