মে মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৩১০টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার। এই সংখ্যা গত বছরের মে মাসের তুলনায় ১৮৯টি বেশি। ২১টি সংবাদমাধ্যমের অনলাইন ও মুদ্রিত সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। মোট সহিংসতার ৫০.৬৫% যৌন ও প্রাণঘাতী।

১। কোন্ বয়সীরা বেশি সহিংসতার শিকার
মে মাসে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৬৯ জন)। একক বয়সসীমা বিবেচনায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৩৬ বছরের বেশি বয়সী নারীরা।

২। অপরাধীরা কোন্ বয়সী
মে মাসে নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ৪৮৪ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ১৪৩ জনের বয়স পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৭০ জনকে।

৩। সহিংসতা সবচেয়ে বেশি কোন্ কোন্ জেলায়

চার্টের জেলাগুলি ছাড়া সাতক্ষীরা, সুনামগঞ্জ ও টাঙ্গাইলে ৫টি করে ঘটনা ঘটেছে। বরগুনা, কিশোরগঞ্জ, মাদারীপুর ও পটুয়াখালীতে ৪টি করে এবং বাগেরহাট, হবিগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, নরসিংদী, নাটোর ও রাজবাড়ীতে ৩টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যান্য জেলাগুলোতে ১ থেকে ২টি করে সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
৪। ধর্ষণকেন্দ্রিক সহিংসতা বেশি যেসব জেলায়
মে মাসে বাংলাদেশে ধর্ষণকেন্দ্রিক (ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ) সহিংসতার ঘটনা ঘটেছে ৭১টি।

চার্টে উল্লেখিত জেলার বাইরে বাগেরহাট, চট্টগ্রাম, গাজীপুরসহ ১০টি জেলায় ২টি করে ঘটনা পাওয়া গেছে। দেশের ৩৯টি জেলায় কমপক্ষে ১টি যৌন সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
এছাড়া মে মাসে ৩৮ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১০টি ঘটনা ঢাকায়; বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, নাটোর ও সুনামগঞ্জ জেলায় ২টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মে মাসে শারীরিক সহিংসতার মোট ৩৭টি ঘটনা প্রকাশ হয়েছে। এগুলো ঘটেছে দেশের ১৯টি জেলায়। বগুড়া, চট্টগ্রাম ও দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৪টি করে ঘটনা লিপিবদ্ধ হয়েছে। ঢাকা ও লক্ষ্মীপুর জেলায় ৩টি করে শারীরিক সহিংসতার ঘটনা দেখা গেছে।
৫। যৌন হয়রানি যেসব জেলায়
মে মাসে বাংলাদেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে যৌন হয়রানির মোট ২৩টি ঘটনা ঘটেছে।

মে মাসে সংঘটিত ৩১০টি অপরাধের মধ্যে ১৬৩টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৪৫টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৪৭টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”, ৪৪টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”।