ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কোভিড-১৯ : সুস্থদের হাসপাতাল বিভাগওয়ারি সংখ্যা প্রকাশ

শেয়ার করুন

সুস্থ হয়ে ওঠা ১,০৬৩ জন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর।

দেশের কোন্ কোন্ হাসাপাতাল থেকে কতজন সুস্থ হয়েছেন তা ওই তালিকায় উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত তালিকার স্ক্রিনশট

৩ মে (রবিবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১,০৬৩। এ নিয়ে আলোচনার সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায়।

রবিবারের আগ পর্যন্ত দেশে সুস্থ হয়ে ওঠা মোট কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংখ্যা ছিল ১৭৪। ব্রিফিংয়ে আগের ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা জানানো হতো যা সাধারণত দুই অঙ্কের ঘরে সীমিত থাকত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত মৃদু অসুস্থতা প্রায় দু’সপ্তাহে সেরে যায়। মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে সেরে উঠতে সময় লাগে তিন থেকে ছয় সপ্তাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *